Posts

Showing posts from October, 2018

তোমার আনন্দ যখন অন্য কারো দুঃখের কারণ

Image
প্রিয় ছাত্র বন্ধুরা, অবশেষে শীত কাল আসছে , এটাই কিন্তু একটা ভালো লাগার অনেক বড় কারণ, তাইনা? বাকি সব কিছু বাদ দিলাম। উমম, একটা কথা বলতে চাই সবার জন্য, তা হলো - আনন্দে আমরা কে না থাকতে চাই তাইনা? আমাদের জীবনের সব কাজের উদ্দেশ্যই হচ্ছে যেন দিন শেষে একটু শান্তি তে থাকতে পারি।..তার জন্যেই তো এই কাজ.. লেখাপড়া .. পরিশ্রম।  এই আনন্দ টা পেতে যেয়ে কখনো কখনো আমরা বুঝতেই পারিনা কি ক্ষতি টা করে ফেললাম! এটা তো আমরা জানি যে সবাই এক রকম হয়না, তাইনা? আমাদের কথা বলার ধরণ, কাজ করার ধরণ,  চলা ফেরার ধরণ বিভিন্ন রকম, যখন এই ধরণ গুলো অন্যের সাথে মিলে যায়, একটা বন্ধুত্ব গড়ে ওঠে, আর কিছু মানুষ একলা থেকে যায়, যে কারো সাথে নিজেকে মেলাতে পারেনা। হতে পারে তার বেক্তিত্ত এমন যেটা কেউ পছন্দ করছে না, অথবা তার কোনো একটা বেপার, তার জীবন ধারা তোমার কাছে গ্রহণযোগ্য না... এ পর্যন্ত সব ঠিক ছিল... তুমি তোমার বন্ধু দের নিয়ে চলো, গল্প করো... আড্ডাবাজি করো...সেটা ঠিক আছে, এটা ততক্ষন ই ঠিক আছে যতক্ষণ সেই আড্ডায় অনুপস্থিত তৃতীয় বেক্তির কোনো বিষয় না আসে যা শুনলে সে কষ্ট পাবে .. যখন আমরা ওই দল ছাড়া মানুষ টা নিয়ে কথা ব