Posts

Showing posts from September, 2020
    The overpowering job insecurity   She was Afsana Nazneen (37), mother of two school going kids with five members in family to look after worked for a private university in Dhaka, Bangladesh. Her husband worked for another private organization with a salary that gets spent for the house rent. So it’s the salary of Afsana which was required for the living & food expenditure for her family. By the end of month after meeting all the necessary expenses, she got to save nothing for any kind of emergency. She worked as an Assistant Professor in a B category private university in Dhaka. She used to start her day with making snacks for her kids & breakfast & lunch for the family. Then she had to take the kids to school facing extreme traffic jam & had to set out for office which was a journey of an hour. Once she was in office, she was a complete professional person. She worked really hard both for her family & university. She had no qualm in accepting varied cours
সম্পর্কের পরিবর্তন  ওয়ার্ডরোবের ভেতর থেকে উঁকি দেয়া চেক টি-শার্টটা আজ বের করতে যেয়ে মনে হলো কাপড় এর জিনিসটা যেন আমাকে আয়না দেখাচ্ছে -> কয়েক বছর আগের কথা, এক শীতের সন্ধ্যায় প্রিয় বন্ধুর সাথে বাণিজ্য মেলায় গেলাম। কথা, গল্পের শেষ হয়না, বিভিন্ন ষ্টল ঘুরে দেখা, একটু পর পর চা কফি আইসক্রিম চিপস খাওয়া আর ছবি উঠানো, কত দিন পর এরকম খোলা ময়দানে এসে মজার শেষ নেই, তারপর টিশার্ট এর ষ্টলে একটু মনোযোগ দেয়া আমার, একটু ডিফারেন্ট সাথে আরামদায়ক আর নাগালের মধ্যে পেলেই কিনছিলাম আর ওর থেকে পরামর্শ নিচ্ছিলাম, ষ্টলগুলো তে নতুন গান শুনলে দারুন লাগে, ম্যানেজার কে জিজ্ঞেস করে শুনে নেই কোন গান, কোন অ্যালবাম, তারপর রাত হয়ে গেলে মেলা শেষ হয়ে যাচ্ছে, ফেরার পালা, ধীরে ধীরে, গল্প করে হাসি তামাশায় অনেক পথ হেটে আসি, ও বলে সাগর আর পারিনা, রিক্সা নাও, আমি এই তো নিচ্ছি, নিবো করে আর নেইই না, বাসায় চলে আসি তারপর ওর কাহিনী, হা হুতাশ করা, বাসায় আমার নামে বিচার দেয়া, ঠান্ডা পানি, জুস খাওয়া, মেঝে তে গড়াগড়ি দেয়া, সবাই কে বলা আমি আসলে পাগল, কেমনে ওকে এত দূর পায়ে হেটে নিয়ে আসলাম হা হা হা  .. আমি হাসতে হাসতে মরি ওর বাচ্চামি দেখে