Posts

Showing posts from January, 2023

ধনী হওয়ার গোপন বিষয়গুলো কী? যা সাধারণ মানুষ খুব কম জানে

Image
ধনী হওয়ার একটা গোপন ইচ্ছা যেন আমাদের সবার ভেতরেই থাকে। ইচ্ছা থাকলেও উপায়টা অনেকেরই অজানা। আসুন জেনে নেই কিছু গোপন বিষয় যেগুলো অনেকের ধনী হওয়ার পেছনের কারণ।   ধনী হওয়া বলতে আমরা সাধারণত সম্পদের প্রাচুর্যতা বুঝাই, এখন সেই সম্পদ কোনটা আর কত পরিমানে সেটা আবার নির্ভর করবে কার কতটুকু চাই , তার উপর। কেউ হয়তো প্রয়োজনের অতিরিক্ত নগদ অর্থ পেয়েই খুশি হয়ে নিজেকে ধনী ভাবতে থাকে আবার কেউ বিঘার পর বিঘা জমি কিনে হয়ে যায় ধনী। আবার কেউ থাকে যে কখনোই ধনী হতে পারেনা ! ধনী যারা হয়েছে তাদের জীবন পর্যালোচনা করলে বিশেষ যে বিষয়গুলো সামনে আসে , তা হলো -  ১ . স্বেচ্ছায় স্বল্পে তুষ্টি : সাধারণত অর্থ বিত্ত তখনি জমবে বা থাকবে যদি খরচ কমে যায়।আর এই ক্ষেত্রে দেখা যায় ধনী ব্যক্তি অনেকেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে থাকেন , তারা তাদের খরচের তালিকা এমনভাবে কমিয়ে রাখেন যেখানে নিতান্তই প্রয়োজনীয় উপকরণ ছাড়া অন্যকিছুতে খরচ হয়না।অনেক হাতছানি তারা উপেক্ষা করে যায় শুধুমাত্র তাদের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য , সেটা হলো ধনী হওয়া।     প্রতীকী ছবি  ২ . বিনিয়োগের সুযোগে থাকা :   ধনী মা...