যে ৫ কারণে মানুষ একা ভ্রমণ করে
যে ৫ কারণে মানুষ একা ভ্রমণ করে ভ্রমণ এমন একটি জানালা যেটি মানুষকে একঘেয়ে জীবন থেকে শান্তির মুক্তি দেয়। অবসরে মানুষ কী চায়? কাছের বন্ধু, ভ্রমণ আর চা কফির আড্ডা? কাছের মানুষ বা প্রিয় বন্ধুগুলোর কেউ সাথে থাকলে যেন ভ্রমণ বা আড্ডা গুলো আরো বেশি আনন্দ দিয়ে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু, এর পরেও অনেকে একা একাই বেড়াতে পছন্দ করে? কী সেই কারণগুলো? আজকে জেনে নিবো সেই ৫টি কারণ যার জন্য মানুষ একাই ভ্রমণের পথ বেছে নেয়। ১. ভ্রমণ মানসিকতার অমিল থাকা দেখা যায় আপনার দেখতে ইচ্ছা করছে সমুদ্রের ঢেউ, সন্ধ্যাবেলা হাটতে ইচ্ছা করছে একাকী সমুদ্রের তীরে, কিন্তু আপনার বন্ধু যাকে ভ্রমণসঙ্গী করতে চাচ্ছেন, তার কোনোভাবেই সমুদ্রর তীরে যাওয়ার ইচ্ছা বা মানসিকতা নেই সেই মুহূর্তে! ব্যাপারটি এমন না যে তার সমুদ্র ভালো লাগেনা! হয়তো সে কিছু দিন আগেই সমুদ্র দেখে এসেছে! এখন কোনোভাবেই তার আর যেতে ইচ্ছা করছে না! কিন্তু আপনার সমুদ্রর গর্জন মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলেছে আর ডাকছে! তখন অনেকেই সঙ্গীহীন হয়ে নিজের স্বপ্ন পূরণে বের হয় ভ্রমণে। ২. ভ্রমণের সময় না মেলা কখনো দেখা যায়, সঙ্গী - সে হোক...