ব্যবসায় উদ্যোক্তা কেস স্টাডি ১ -"উদ্যোক্তার হাসির পেছনে কান্না কি দেখতে পান?"
সফল উদ্যোক্তাদের সংগ্রাম আমরা কতটুকু জানি? হাসি মুখে যাকে ব্যবসায়ের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত দেখি আসলেই কি তার জীবন সংগ্রামবিহীন? উদ্যোক্তা হওয়ার উপায় জানা থাকলেও সফল উদ্যোক্তা হয়ে নিজের পরিচয়টা শক্ত করার পথে বাধা বিভিন্ন রকম রকম হতে পারে। ব্যবসায় উদ্যোক্তা কেস স্টাডিতে আমরা আজ একটি গল্প শুনবো যেখানে বাধা হচ্ছে উদ্যোক্তার ভরসার একজনই। উদ্যোক্তা হওয়ার আগের দিকের কথা: সাবিনা ছিল খাবার বানানোয় পটু। কলেজ লাইফ থেকেই তার স্বপ্ন ছিল একটা রেস্টুরেন্ট দিবে। সময়ের সাথে ইউনিভার্সিটিতে পড়ার সময় বুঝতে পারলো রেস্টুরেন্ট দেয়া মুখের কথা না! অনেক প্রস্তুতি আর যোগাড়পাতি ও সাথে সমমনা মানুষ দরকার। এদিকে স্বপ্ন তো পিছু ছাড়ে না! আর তাই, সাবিনা যা ভালো পারে, যেটা ভালোবাসার জায়গা অর্থাৎ রান্না ও পরিবেশন সেটা নিয়েই আগাতে থাকে। ক্লাসের ফাঁকে যখন সাবিনা নিজের বানানো ভেজিটেবল রোল ও বিভিন্ন ধরণের কাবাব নিয়ে যেত, ওর বন্ধুরা শুধু মুগ্ধই হতো আর আবদার করতো প্রতিদিন এভাবে রান্না করে আনতে! সাবিনার খারাপ লাগতো না কারণ তার পছন্দের মানুষ আতিকও ছিল তার বন্ধুদের মধ্যেই। আতিক শুরু থেকেই জানতো সাবিনার রান্নার...