"কেমন আছেন?" ছোট্ট যে প্রশ্নের ওজন অনেক
"কেমন আছেন?" ছোট্ট যে প্রশ্নের ওজন অনেক জীবন যে কি বিচিত্র সেটা আর নতুন করে বলার কিছু নেই। অনেক বিখ্যাত মানুষকে বলতে শুনেছি যে "জীবনকে সহজ ভাবলে সহজ আর কঠিন ভাবলে কঠিন!" আহা! আমি কেন এইভাবে জীবনকে সহজ করতে পারলাম না! কেন জানি আমি এই কথাটার বাস্তব প্রয়োগ করতেই পারি না। আমার কাছে জীবন অনেক কঠিন লাগে। সবচেয়ে কঠিন লাগে যখন অনেক কিছুই লুকাতে হয়। মন চায় কারো পাশে থাকি ছায়া হয়ে। মন চায় কারো মন ভালো করার একমাত্র দায়িত্ব নিয়ে নেই! আবার কখনো শুধু কাউকে একটু দূর থেকে দেখার জন্য মিথ্যা বলে চলে যেতে ইচ্ছা করে অনেক দূরে তার পিছু। ভেতরে ভেতরে এই ইচ্ছাগুলো নিয়ে আবার এমনভাবে লৌকিকতায় ফিরে আসতে হয় যেখানে আমরা চারপাশের মানুষের সাথে মিশে যেয়ে বুঝাই যে নাহ আমার সাথে কিচ্ছু হয়নি! আমি তো শুধু তোমাদেরই। এদিকে মনের মাঝে ঝড় বইছে। আবার দেখা যায় চারপাশের সবাই পেশাগত জীবনে এত সুন্দর করে সাফল্য পাচ্ছে যে কয়দিন পর পর তাদের আয় উন্নতি দেখে নিজেকে আরো বেশি অপদার্থ লাগা শুরু হয়! আবার দেখা যায় শরীরটা আজকাল প্রায়ই জানান দিচ্ছে যে তার বিশেষ যত্ন দরকার কিন্তু অভ্যাস আর কাজের চাপে সেই যত্নটাও নে...
Comments
Post a Comment