অনেকেই বুঝতে চাইনা হাসি খুশি মানুষ গুলোর ভেতরের অন্ধকারের অস্তিত্বের কথা.. নীরবে প্রতি মুহূর্তে নিজের সাথে struggle করার কথা... আমার কাছে কোনো কিছু সহজ হলেই সেটা আরেক জনের জন্নেও সহজ হবে.. এমন কোনো কথা নেই.. :) বিচিত্র পৃথিবী হয় মানুষের বৈচিত্রে।. :) কাউকে নিয়ে judgmental হওয়ার আগে.. এসো  তাকে বুঝি, আর  যদি না বুঝি ..তাহলে আসো রেস্পেক্ট করি.. :)  যেন অন্তত আমার জননে হলেও তার struggle টা সহজ হয়.. :) let's be the reason to smile for others.. :) 

Comments

Popular posts from this blog

"কেমন আছেন?" ছোট্ট যে প্রশ্নের ওজন অনেক

ধনী হওয়ার গোপন বিষয়গুলো কী? যা সাধারণ মানুষ খুব কম জানে

ব্যবসায় উদ্যোক্তা কেস স্টাডি ১ -"উদ্যোক্তার হাসির পেছনে কান্না কি দেখতে পান?"